আকাশ যখন আছে, জমবে সেথায় মেঘ
বাতাস যখন বহে, হবেই ঝড়ের বেগ।
সূর্য যখন ওঠে, বাড়বে তাতে তাপ
গভীরতায় গেলে, বাড়বে জলের চাপ।

জীবন যখন চলে, কোথাও কোথাও থামে
উচ্চে যেমন ওঠে, নিম্নে তেমন নামে।
হালকাতে যার শুরু, বাড়বে ওজন ক্রমে
মেঘ, ঝড়, চাপ, তাপ - স্মৃতির পাতায় জমে।

আকাশ সমান মন, অনেক উদার হবে
দুঃখ, ব্যথার মেঘ, অতি ক্ষুদ্রই রবে।
আলোর তাপে যখন পুড়ায় আঁধারটিকে
ঠিক বেঠিকের ঝড়ে, থাকবে তখন টিকে।

অনেক চাপের মুখে চলবে জীবন ধীরে
থামবে যখন সেটা, পৌঁছেছে গভীরে।