গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো
প্রভূ গ্রহণ করো মন
মন ছাড়া আর নেই যে আমার
অন্য কোন ধন
গ্রহণ করো প্রভূ তুমি, গ্রহণ করো এ মন।


মন যে আমার নেয় না কথা, বড়ই সে চঞ্চল
তোমার করে নাও গো তারে পরাইয়া শৃংখল
দাও গো প্রভূ দাও গো খুলে মনের বন্ধ দ্বার
তোমার আলোই দূর করে দাও মনের অন্ধকার
দেখাও প্রভূ দেখাও তারে তোমার নিদর্শন
গ্রহণ করো প্রভূ তুমি, গ্রহণ করো এ মন।


মনকে আমার নম্র করো, করো গো নির্মল
বিনয় দিয়ো, সাহস দিয়ো, করো না দুর্বল
মনকে আমার পূর্ণ করো তোমার চেতনায়
অন্য কারো ভিখ না মাগে দুঃখ বেদনায়
করাও তারে তোমার দ্বারে পূর্ণ সমর্পন
গ্রহণ করো প্রভূ তুমি, গ্রহণ করো এ মন।