সুখ-দুঃখ ব্যথার মতই রাগ মানুষের সাথী
রাগলে মানুষ হতে পারে পর বা আত্মঘাতী।
রাগের সাথে বাড়তে থাকে মনের অভিমান
ইচ্ছা করে আকাশ ভেঙে করে সে খান্ খান্।
হাতের কাছে যেটা সহজ সেটাই ধ্বংস করে
এমন কী সে মারে অন্যে, কিংবা নিজেই মরে।
অধিক রাগে মানুষ হারায় বিবেক-নিয়ন্ত্রন
সবাই তখন শত্রু যেন, পর বা আপনজন।
রাগের মাথায় নির্ভাবনায় করে এমন কাজ
রাগ পড়লে নিজেই ভেবে পায় যে অনেক লাজ।


হয়তো সকল প্রাণীর মাঝেই রাগ কিছুটা আছে
প্রাণী ছাড়াও রাগ হয়তো থাকতে পারে গাছে।
অনেক গাছের আছে জানি লজ্জা-কাতরতা
একটু ছুঁ'লেই লাজে মরে লজ্জাবতী লতা।
অনেক গাছের পাতা যেন মুখটা থাকে খুলে
বন্ধ করে কামড়িয়ে দেয় যে কেউ তাকে ছুঁ'লে।
অনেক গাছের লতা পাতায় আছে অনেক হুল
ছুঁ'লে তাদের মানুষ বোঝে করলো কী সে ভুল।


মানুষ ছাড়া বৃক্ষ কিংবা অন্য যত প্রাণী
স্বভাব মতো যা করে তাই নিতেই হবে মানি'।
মানুষ কিন্তু নিজের কাজের জন্যে নিজেই দায়ী
যা ইচ্ছে তাই করলে রাগে, দুঃখটা হয় স্থায়ী।
রাগটা যখন যাবে নাকো কারো জীবন থেকে
রাগের প্রকাশ করতে হবে নিয়ন্ত্রনে রেখে।
ভাবতে হবে নিজের কাজে না যেন কেউ রাগে
অন্যের রাগ মিটিয়ে দেবার চেষ্টা নেবে আগে।