বেরিয়েছিলেম ঘর ছেড়ে সে
আলো-আঁধার ভোরে
পায়ে পায়ে পথ হেঁটেছি
অঘোর ঘুমের ঘোরে।


পথের মাঝে হাজার পথিক
হাজার পথে চলে
আপন ভেবে কেউ দিয়েছে
চলার এ পথ বলে।
তারা যেমন পথ দেখালো
তার বেশী তো পাইনি আলো
হাঁটছি আজো প্রাণ সখা হে
পাবো বলেই তোরে।


পথের মাঝে নানান খেলায়
গেলাম তোরে ভুলে
পথের শেষে ফিরাসনি রে
সে সব কথা তুলে।
ঠিক বেঠিকের বিচারে আজ
তুই বিচারক রাজাধিরাজ
কে দেয় বাধা ভিক্ষে দিলে
দাড়িয়ে যে তোর দোরে?