আকাশ ছেপে রিমঝিমিয়ে বৃষ্টি এলো
মনের মাঝে ভাবনা বাজে এলোমেলো।
দূর সীমানায় বনের মাথায় ভাসে যে মেঘ
পথের মাঝেই পথে হাঁটার হারায় সে বেগ।
কোন সুদূরে প্রাণের প্রিয়া কেমন আছে
তার বিরহে বর্ষা কাঁদে বনের কাছে।
বুকের মাঝে তাই তো হঠাৎ কান্না পেলো
মনের মাঝে ভাবনা বাজে এলোমেলো।


কোন অতীতে কোথায় যেন কাহার প্রীতি
বর্ষা-রাগে ভাসিয়েছিল - সে সব স্মৃতি
হঠাৎ ঘনায় প্রগাঢ় মেঘের ঘনঘটা
কাঁদার মাঝে হাসায় তবু আলোর ছটা।
মনের মাঝে শুনি যেন কাহার কথা -
যা আছে তোর জমাট ব্যথার নীরবতা
হাজার শিলার টুকরো করে আজকে ঢেলো
মনের মাঝে ভাবনা বাজে এলোমেলো।


সারাটাদিন টাপুর টুপুর বৃষ্টি পড়ে
গাছগুলি সব চুল ঝেড়ে নেয় দমকা ঝড়ে।
পুকুর নদী দু’জন মিলে হয় একাকার
কেউ কি সেথায় ভেজে বসে পথ চেয়ে কার?
পুকুর পাড়ের পিছিল পথে হাঁটার তরে
কোন মেয়ে আজ ছটফটিয়ে মরছে ঘরে?
জলের বুকে জলের খেলায় সময় গেলো
মনের মাঝে ভাবনা বাজে এলোমেলো।


পাখনা ভেজা পক্ষী ঝিমায় গাছের নীড়ে
কিষাণ বধূর ঘোমটা ভেজে গরুর ভিড়ে।
গর্তজলে হাসাহাসির ব্যস্ত সাঁতার
দিনের শেষে সঘন ঝরায় নামছে আঁধার।
বর্ষা ভেজা মধুর চাকে ঝরছে মধু
আড়চোখে চায় ঘোমটা পরা নতুন বধূ -
বুকের মাঝে কিসের কথা হোঁচট খেলো?
মনের মাঝে ভাবনা বাজে এলোমেলো।