রঙিন আগুন ভালোবেসে যতই ধরো বুকে
ভেবো না সে কোনদিনই রাখবে তোমায় সুখে।
যেমন ভাবেই ছোঁবে তারে, সে পোড়াবে তোমায়
যতই কাঁদো, ভরবে না বুক কভু সোহাগ চুমায়।


পতঙ্গকে মুগ্ধ করে যে আগুনের শিখা
ক্ষণ পরে সেই আনে তার মৃত্যু বিভীষিকা।
যদি তোমার না থাকে গো সাত সাগরের জল
সে আগুনকে ধরলে বুকে কান্নাও বিফল।


যতই ধাঁধাক চোখ দু'টোকে, তারে দূরে রেখো
নিস্প্রভ যে দাঁড়িয়ে দূরে, তারেই কাছে ডেকো।
রাগে কিংবা অভিমানে যতই থাকুক দূরে
তারেই তুমি কাছে পাবে তোমার ব্যথার সুরে।


আসল বন্ধু রঙ ও রূপে নাই বা টানুক কাছে
পুড়বে যখন, নেভানোর জল তার বুকেতেই আছে।