বন্ধু তুমি যা কিছু দাও ফেলি কেমন করে
দেখানো তা যায় না কারেও, রাখি হৃদয় ভরে।

আমায় তুমি সাজিয়ো না এমন মনিহারে
কণ্ঠ আমার রুদ্ধ হবে রঙিন কাঁটার তারে।
দাও গো যদি ভালোবেসে
চিত্ত সুখে যাবেই ভেসে
ঝরলো যে সব বিবর্ণ ফুল কোথাও অনাদরে।

যে গগনের প্রখর সূর্য ধরার এ বুক পুড়ায়
সেই গগনই শিশির ঢেলে রাতে সে বুক জুড়ায়
চাঁদের আলোর গগন হয়ে
কলঙ্ক মোর নিত্য সয়ে
তোমার আশীর্বাদের শিশির পড়ুক বুকে ঝরে।

সুখের আলোয় লুকিয়ে থাকে দুখের অন্ধকার
মুখের হাসিই ঢাকা পড়ে বুকের হাহাকার
তাই তো সকল দুঃখ ভুলে
সদাই হাসি হৃদয় খুলে
প্রেমটাকে কেউ ভাবলে মিছে সুখটুকু যায় মরে।