২১৭।
জীবন দোলে চিকন সুতোয়, ছিঁড়লে সেটা দোলন শেষ
তবুও যতই ওজন বাড়াই জীবন-দোলন লাগে বেশ।
তাই তো ওজন না কমিয়ে নিত্যদিনই যাই জমিয়ে
বোকামীটা বুঝি শুধুই আসলে সুতো ছেঁড়ার নিমেষ।


২১৮।
মোল্লা, পুরুত, ব্রাহ্মণ চাই জন্ম, বিয়ে, সৎকারে
অন্য সময় ব্যস্ত থাকি ওদের গুষ্ঠি উদ্ধারে।
ধার্মিক আমি ভক্তি রাখি পাক পবিত্র ধর্মগ্রন্থে -
যতক্ষণ তা বাধা না দেয় দুনিয়াদারীর মতটারে।


২১৯।
ঘরের কোণে রাখো সবাই মৃত বাবার মূর্তি
ভক্তি দেখে বাবার আত্মা করবে তাতে ফুর্তি।
শায়খুল-হাদীছ আজ যা বলে নিশ্চয়ই তা প্রলাপ সব -
তাদের দোয়া চেয়ো হলেই বাবার বর্ষ পূর্তি।