২৩৩।
জ্ঞানী-বিদ্যান চুপ থাকলে, মূর্খ কথা বলবে
সাধু থাকলে ধর্মালয়েই, চোর অবাধে চলবে।
সামান্য তাপ সহ্য করে নেভায় না যে অগ্নিকণা
কাল সকালে সবার সাথে সেও আগুনে জ্বলবে।


২৩৪।
সুচের ফুটোয় উঠ ঢুকানো! হতেও পারে সম্ভব
ধনীর ভাগ্যে স্বর্গলাভ! সর্বভাবেই দুর্লভ।
সত্যবাদী রাজনীতিবিদ! বিশ্ব খোঁজে মিথ্যে আজও
রাজনীতিবিদ কবির কলম! সত্য-কাব্য অবাস্তব।