আমি গর্বিত এক বাঙালী, সাদাদের করি হেট
সালাম নমস্তে বোঝে না ওরা, বলে শুধু হাই, মেট!
ওরা একদিন খেয়েছে নাকি, সারাটা জগত চষে
হাতে পেলে যেন মারি চড় তাই ওদের দুগালে কষে।


তবু মন চাই কোনভাবে যাই সাদাদের ওই দেশে
ধূতি-লুঙি ছেড়ে কোট টাই পরে সাদাদের ওই বেশে।
যদি নাই পারি নিজে যেতে, গালি দিই যারা গেছে
কেন গেল ওরা সাদাদের দেশে আমাদের দেশ বেঁচে?


আমি গর্বিত বাঙালী – তবু ঘৃণা করি কালো চামড়া
ধুত্তোর ছাই বৃদ্ধ হলেই লাগে যে শুকনো আমড়া।
তাই বিয়েতে সাদা মেয়ে চাই - না না, চাই তো ফরসা
কালো রঙেতেই যত অমঙ্গল - তাতে কে বা পায় ভরসা?


নিজের মেয়ের জন্ম হলেই নাম দিই তার বাবলি
সাদা বানাতে দোকান থেকে কিনি ফেয়ার এন্ড লাভলী।
কালো ছেলে ভালো - তবুও চাই না রঙ হোক তার কালোজাম
ভরসা তবু বাজারে এসেছে ফেয়ার এন্ড হ্যান্ডসাম।


কিনি সানসিল্ক, হেড এন্ড শোল্ডার যতো বিদেশী শ্যাম্পু
নারিকেল তেলে নয় নারী-চুল - চুলে হোক মেয়ে-ভ্যাম্পু।
আ্হ কী যে আজ ভরসা! বাজারে এসেছে ডাভ
গায়ে মুখে মেখে মেয়ের আমার জুটে যাবে ঠিকই লাভ।


পথে পথে যত বিলবোর্ড দেখি, তাতে সব সাদা মডেল
মেয়েকে বানাবো ওদের মতো, যত লাগে টাকা অঢেল।
সিনেমা নাটকে যত মুখ দেখি, সবাই ফরসা নায়িকা
বিয়েতে অচল কালো মেয়ে তাই, যত ভালো হোক গায়িকা।


ছেলের বিয়েতে সাদা মেয়ে চাই - না, না চাই ফরসা
বাঙালীর নেই সাদা রঙ ছাড়া কোন মেয়েতেই ভরসা।
বাঙালীর আদি রঙ তো কালো, তবু কালোতে উন্নাসিক
জ্ঞান হওয়া থেকে মেয়েরাও তাই সাদা হতে হয় মানসিক।


সাদারা গিয়েছে, দিয়ে গেছে যেন বাঙালীকে এক কালো রোগ
কালো সেরে ফের সাদা হতে তাই ঘরে ঘরে এতো দুর্ভোগ!
বাঙালী আমরা সাদা ঘৃণা করি, তবু চাই নিজে সাদা হই
নিজ রঙটারে ঘৃণা করে করে আজীবন শুধু গাধা রই।