সময়ের পূর্বে, যখন সবকিছু ছিল সময়হীন
সৃষ্টি হলো অতীত, বর্তমান, ভবিষ্যত - তিন।
বিশাল অতীত ও ভবিষ্যত চাহি মধ্যিখানে
তাচ্ছিল্যে কহিল, অতি ক্ষুদ্র, শীর্ণ বর্তমানে
আমরা দুই অনন্ত, মাঝে তোর কিবা প্রয়োজন?
তোরই তরে অহেতুক সময়ের এই ত্রিভাজন!


ক্ষুদ্র বর্তমান কহিল, অতি মৃদু হেসে
সময়ের অতলান্ত সাগরে শুধু আমিই রব ভেসে।
অতীত! তুমি অস্তিত্বহীন, আমার অস্তিত্ব বিনে
তোমার বিশালত্ব তৈরী হবে আমার ক্ষুদ্র ক্ষুদ্র ঋণে।
অনন্ত ভবিষ্যত! তুমি অভেদ্য কুয়াশায় ঢাকা
আমি বিনে অর্থহীন তোমার থাকা বা না থাকা।
আমার ক্ষণিক তড়িত আলোয় একটু একটু করে
তোমার অভেদ্য আবরণ নিত্য যাবে সরে।


বিশাল অতীত ও ভবিষ্যত অতি নতশিরে
ক্ষুদ্র বর্তমানে কহিল, অতি লাজে ধীরেঃ
হে সাহসী! চলন্ত জগতের হোক তোমার দায়িত্ব
অদৃশ্যে আমরা শুধু দিয়ে যাবো তোমারই স্থায়ীত্ব।