বিধাতা দিয়েছে তোমায় শৈল্পিক মন
তার সাথে নিখুঁত এক বিন্যাসী নয়ন।


গোলাপের একই রং আজও আমার মনে
শুধু তুমিই জানো কোন রঙের গোলাপ মানায় কোন কোণে।


যখন হাস্নাহেনার গাছ কিনে আনো
যদিও শুধাও, তবু শুধু তুমিই জানো
সে'টি কেন বাগানের দক্ষিণ-পূর্ব কোণেই শুধু মানায়
আমার মতামত শুধু 'হুঁ' বলেই জানাই।


আজও আমার মনে হয়নি পরিষ্কার
কেন একটি কালো ফুলদানির দরকার
বসার ঘরের উত্তর-পশ্চিম কোণের টেবিলটায়।


জানি না কী আসে যায় মিলটায়
দেয়ালের রঙটার সাথে জানালার পর্দার।


আমার সাজানোর ঘরটাতে বন্ধ সব দ্বার
শুধু সাজাই উদরের ক্ষুধায়
আর ইদানিং হৃদয়ের সুধায়
কিছু কিছু শব্দ কাগজের পাতায়।


যখন তার সাজানো চলে মনের খাতায়
শাড়ির রঙে মিলিয়ে ব্লাউজটি পরে
আয়নাটার সামনে বসে ঘাড় কাত করে
কি রঙের টিপ্ মানাবে কপালে যখন তা শুধাও
মনের সাজানো শব্দগুলো এলোমেলো করে দাও!