সময় গিয়েছে বয়ে, পলকে চোখের নিমেষে
আনন্দ বা বেদনার, অবিরাম স্রোতে ভেসে।
পথে তার কিছু পেয়েছি প্রিয়, কিছু তার হারিয়েছি
পৃথিবী থামেনি, আমিই ক্ষণিক তার মাঝে দাঁড়িয়েছি।
আবার গেছি অজান্তে ভেসে সময়ের তীব্র স্রোতে
অবিরাম হেঁটে কণ্টকাকীর্ণ এই জীবনের পথে।


কখনো পথহারা, একাকী, খুঁজে গেছি নিজ ঠিকানা
বিনিদ্র রাত শেষ হয়ে তবু প্রভাতে, অনন্ত অজানা।
বালিশের বুকে জলরঙে আঁকা যেই ব্যথাতুর মন
কতটুকু তার পড়েছে কবে এই পৃথিবীতে ক'জন?


সময়ের শেষে ঝাপসা চোখ আজ কিছুটা পরিষ্কার;
যা ছিল একদিন তীব্র চাওয়া- প্রয়োজন নেই তার।
যা কিছু কিনেছি প্রতিদিন, দিয়েছি উচ্চমূল্য
সব তার আজ মূল্যহীন, পথের ধুলির তুল্য।
যা কিছু করেছে আচ্ছন্ন এ মন - ভয় ও সংশয়
তার কোনটিই আজ, তেমন বিবেচ্য নয়।


একাকী দাঁড়িয়ে আজ ভাবি শুধু অনুক্ষণ
নিজেকে শেষে করা হলো ভবে কতটুকু বিতরণ?
হৃদয়ের কথা মুক্তকণ্ঠে কতটুকু হলো ভাগ
দিয়েছি কি সবই সেইখানে ছিল যতটুকু অনুরাগ?


প্রভু যদি কাল কাছে ডেকে বলে, কত প্রেম নিয়ে এলে?
হবে কি বলা, মানুষের তরে এসেছি অনেক ফেলে?