পৃথিবীর একটা উন্নত দেশে আন্তর্জাতিক সম্মেলন,
বিজ্ঞান এবং প্রযুক্তি আলোচনার বিষয়।
আদিবাসীদের প্রার্থনা দিয়ে সূচনাপর্ব -
অন্যান্য সব ধর্মের গুরুদের মতই গম্ভীর উচ্চারণ,
অজানা ভাষায় বোধগম্য নয় অধিকাংশের।
কিছুক্ষণ পরেই ভেসে উঠলো
ইংরেজি অনুবাদ পিছনের ইলেক্ট্রোনিক পর্দায়।


তিনদিন পর সম্মেলনের সমাপ্তি পর্ব,
একই গুরুর একই ভঙ্গিমায় উচ্চারণ,
এবারে পিছনের পর্দায় ইংরেজি অনুবাদ নেই।


আনুষ্ঠানিকতা শেষে সামান্য খাদ্য-পানীয়
আর বিদায়-শুভেচ্ছা বিনিময়।
এক সুযোগে মুখোমুখি হলাম ধর্মগুরুর,
শুধালাম তাঁর সমাপ্তি পর্বের উচ্চারণের অর্থ।


"ওহে প্রভু, তুমি এনেছিলে পৃথিবীর দূর প্রান্ত হতে
সম্মানিত অতিথিগনকে আমাদের প্রাণের ভুমিতে,
রেখেছিলে নিরাপদে।
আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ,
মার্জনা করো আমাদের আতিথেয়তার দৈন্যতা,
সবাইকে ফিরিয়ে দিও তাদের আপনজনের কাছে নিরাপদে।"  


মন্ত্রমুগ্ধের মত প্রশ্ন করলামঃ
পৃথিবীর সব ধর্মের প্রার্থনা একই রকম হয় কেন
তা সে যে ভাষাতেই হোক?
ধর্মগুরুর উত্তরে হৃদয়ে শিহরণ এলো -
সব ধর্মের মানুষদের স্রষ্টা একজনই, তাই।


এর চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা আর কী আছে পৃথিবীতে?
সব ধর্মাবলম্বী মানুষেরা নেবে কী এই শিক্ষা?
সব ধর্মের ধর্মগুরুগন নেবে কী এই শিক্ষা?