সে'দিন হঠাৎ কি কারণে অসীম বেদনায়
মনের ভেতর অবুঝ কথা উঠলো কেঁদে হায়।
মনটা বলে শোনাতে চায় - পায় কোথা একজন
বোঝে না মন কোন্ সে কথা, কিবা প্রয়োজন।


অনেক মুখই আসলো মনে, কাছের বন্ধু জানি
হৃদয় দিয়ে শুনবে কথা, কেমন করে মানি?
অবশেষে পায়ে পায়ে গেলাম তোমার ঘরে
ব্যস্ত ছিলে কোন্ সে কাজে, বাবা সোফার 'পরে।  


ক'টি কথা বলার পরেই বাবার কণ্ঠস্বর
কোনটি উচিত কি অনুচিত বলল অতপর।
হঠাৎ বলি উচ্চস্বরে, অশ্রু জলে ভিজে
শুনতে আমি আসিনিকো, বলতে এলাম নিজে।


আস্তে তখন এগিয়ে এসে করলে যে ইশারা
চাইলে শুনতে আমার কথা - কারো কথা ছাড়া।
অশ্রু জলে কী বলেছি আজ তা যে নেই মনে
শেষে আমায় চুমু দিলে জড়িয়ে আলিঙ্গনে।


ক'দিন পরে আবার আমি গেলাম তোমার কাছে
জানতে চেয়ে কী বলেছি যদি স্মরণ আছে।
বলেছিলে, যা বলেছি বলার, শোনার নয়
সে সব শুধু বোঝার মত, বুঝতে লাগে হৃদয়।


এই জগতে অনেক হৃদয় বলতে কথা ব্যাকুল
সঠিক শ্রোতা না পেলে মন করতে পারে ভুল।
ভাবতে পারে নিঠুর জগত চায় না তারে আর
নিজের জীবন শেষ করে দেয় নিজেরে ধিক্কার।


ধরার বুকে রাখতে তাদের চাই যে মায়ের মন
মায়ের মতো শ্রোতা চাই, আর চাই যে আলিঙ্গন।