সকল কথার শেষে তুমি এমন কথা বললে
ছাইয়ের নীচে লুকিয়ে শেষে আগুন হয়ে জ্বললে।


সুখের পরশ ছড়িয়ে দিতে আমার এ বুক জুড়ে
দুঃখ তুমি সয়েছিলে ছাইয়ের নীচে পুড়ে
সেই আগুনে পুড়িয়ে এ বুক আজ দূরে তাই চললে।


তোমায় নিয়ে চলার পথে আছে অনেক ভুল
তবুও তোমায় মেনেছি গো সুবাস দেয়া ফুল।
আজ কেন এই শেষ সময়ে
বিঁধলে বুকে কাঁটা হয়ে
যাওয়ার সময় চরণ তলে এমনি করে দললে?


তোমায় নিয়ে ছিল আমার অনেক অহংকার
ধুলোয় মিশে সেসব যে আজ কাঁদল হাহাকার।
আমার ঘরের শক্ত পাথর
দুঃখ ব্যথায় ছিলে অনড়
আজ আমাকে ভাসিয়ে দিয়ে বরফ হয়ে গললে।