ধুমপান অত্যন্ত উপকারী - বলে যদি ঘনিষ্ঠ এক বন্ধু
বলো যদি
ভালো কাজ করো কেন একা?
সাথে নাও পরিবারের সমস্ত সদস্য -
ছেলে, মেয়ে, বউ - একসাথে করো ভালো কাজ।
তারপর যদি রয় সে শুধুই বন্ধু
নিজেকে মেনো ভাগ্যবান।


রাজনীতির আদর্শে নিজেকে করেছো উত্সর্গ
ধাপে, ধাপে উঠে যাচ্ছো সিঁড়িতে
উঠছো না একটুও কথা ও কাজের ধাপ্পায়।
খুন হলো নিরীহ এক মানুষ তোমার দলের হাতে
অপারগ হ'লে তুমি উচ্চকণ্ঠে স্লোগান দিতে
স্বার্থের বিপরীতে অন্য দলকে খুনী আখ্যা দিয়ে -
বিচার চাই, বিচার চাই, সকল খুনীর বিচার চাই -
বলো যদি
সে খুনের দায়, দায়িত্ব, কৃতিত্ব তোমার নিজ দলের
ভাগ্যবান তুমি
সিঁড়ি থেকে নীচে পড়ে যদি, বাঁচে তোমার প্রাণ।


মেধাগুণে যদি হও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
আরও ভাগ্যগুণে যদি মেলে,
বিদেশে উচ্চশিক্ষার স্কলারশিপ
অসংখ্য সহকর্মী ও বন্ধুর অভিনন্দন
ভরে দেবে তোমার ফেসবুকের পাতা।
উত্তরে বাকস্বাধীন, মুক্ত গনতন্ত্রের দেশে
লিখে যাবে শুধু "ধন্যবাদ"।
যদি কোন সমালোচনা করে থাকো নেতা ও দলের
অথবা সরকারী কর্মকান্ডের, তোমার ফেসবুকে
তোমার প্রিয় সহকর্মী অথবা বন্ধুই ঠুকে দেবে মামলা
দেশের কোন এক কোর্টে দেশদ্রোহীতার অভিযোগে।
তোমার ও তোমার উকিলের অনুপস্থিতিতে
শুনানীবিহীন মামলার রায় হবেঃ
বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে তৎক্ষণাৎ বরখাস্ত,
দেশে প্রত্যাবর্তন মাত্র পাঁচ বছরের সশ্রম কারাদন্ড,
অনাদায়ে আরও পাঁচ বছরের জেল।
সকরুণ স্কলারশিপ দাতা দেশ যদি রক্ষা করে তোমায়
দিয়ে তাদের নিজ দেশের নাগরিকত্ব
থাকতে পারো দূরে রক্ষাগারে -
বিদেশী, পশ্চিমা দালাল - লেবেলটি নিজ গায়ে এঁটে।


তারচেয়ে মুখে কুলুপ এঁটে,
সবার বন্ধু রয়ে,
নিজদলের প্রতি আনুগত্য দেখিয়ে
সরকারের প্রতি শ্রদ্ধাশীল, সৎ নাগরিক হয়ে
বুদ্ধিমান বেঁচে থাকো আজীবন।