অবশেষে এলো দেশে সরকারী এক পীর
দূর নাকি সে করে দেবে দুর্নীতি রাজনীতির।
বলল সে পীর, সবার পাপই মাপতে হবে গজে
যার যত পাপ বেশী হবে, সে সে যাবে হজে।


মেপে মেপে অবশেষে উঠলো যাদের নাম
তা দেখে সে পীরের গায়ে ঝরতে থাকে ঘাম।
সবার পেটেই দেখা গেল পাপ-খাদ্য ভরা  
বৈধ ধন তো কারোরই নেই, যাতে হয় হজ করা।


হাজার দিনের পরে তখন পীর দিল এক গোসল
বালতি বালতি ধরা হ'লো সেই পবিত্র জল।
বালতি বালতি পান করে তা পেট পবিত্র হয়
পাপের ধনে হজ হবে না, সেটিই শুধু ভয়।


সরকারী পীর বাতলে দিল, সরকারী এক পথ
সবার তরেই বৈধ অতি সরকারী সম্পদ!
সেই সম্পদে আজকে দেশে হাজার গন্ডায় হাজী
ধর্মে যারা ঘোর বিরোধী, তারাও হজে রাজি।


দেশের সম্পদ খেয়ে খেয়ে দেশটা ক’রে শূন্য
হজ ক’রে পাপ মাফ পেয়ে, চায় স্বর্গে যাওয়ার পূন্য!
হাওয়া থেকে পাওয়া খবর, কাব্য হ'লো কবি'র
জান্নাতে যাক সরকারী হাজী, ছগিরের বাপ দবির।