ফুলের সাথে কাঁটা দিয়ে একটু নাহয় কাঁদায়
সুখটা বেশি পাবো বলে বাহুডোরের বাঁধায়।


আলোয় ভাসা জোৎস্নারাতে একটু যে চাই আঁধার
নইলে তোমায় সুযোগটা কই আপন করে বাঁধার?


ফুলদানিতে যে ফুল রাখি সৌরভে তার অভাব
তোমার গন্ধে মাতাল হওয়া রাখতে আমার স্বভাব।


শীতের রাতে গায়ের লেপটা নিজের দিকে টানি
শীতটা তোমায় দিয়ে তখন তোমায় নিকট আনি।


তোমার হাঁটা দেখলে আমার চোখদুটো চায় কী যে
বৃষ্টি এসে সর্ব অঙ্গে যাও না কেন ভিজে?


আঁধার পথে হাঁটলে একা ধমকানি দিই পিছে
নইলে ফিরে জড়িয়ে ধরার স্বপ্নটা হয় মিছে।


রূপটা তোমার কী মনোহর! তাকাও যখন রাগে
তাই রাগা'তে এই মনে সাধ সর্বক্ষণই জাগে।