ও বন্ধুরে, আমার তরে
বাঁধলে এ কী ঘর?
সেথায় এখন বাস করো না,
করলে আমায় পর।


সেথায় এখন ধুলো জমে
আমার দেহের শক্তি কমে
ঝেড়ে মুছে কেমন করে
রাখি তা সুন্দর
ও বন্ধুরে, আমার তরে
বাঁধলে এ কী ঘর?


থাকতে যদি এ ঘর মাঝে
ও বন্ধু নিশিদিন
হতো না এ পতিত বাড়ি
তোমার বসতবিহীন।
আসো যদি হঠাত করে
রাখলে তোমায় নোংরা ঘরে
রাগে যাবে আমায় ছেড়ে
তাই কাঁদে অন্তর
ও বন্ধুরে, আমার তরে
বাঁধলে এ কী ঘর?


আর ক'টা দিন আছি বন্ধু
সময় জানা নেই
প্রাণটা আমার চাই যে বন্ধু
থাকো এখানেই।
তোমার দেহের সৌরভেতে
হৃদয় আমার রইবে মেতে
বিদায় ক্ষণে দেখবো ঘরে
হাসছো মনোহর
ও বন্ধুরে, আমার তরে
বাঁধলে এ কী ঘর?