হৃদয় আমার আঁধার যখন, তোমার আলোই জ্বলুক
কণ্ঠ আমার নীরব যখন, তোমার কথাই বলুক।

আঁধার ছাড়া আকাশে কী লক্ষ তারা হাসে
পূর্ণ-চন্দ্র ছাড়া ভুবন জোৎস্নাতে কী ভাসে?
আমার হৃদয় আকাশে আজ তোমার চন্দ্র চলুক।

হৃদয় আমার মরা যখন, তোমার ঝরা ঝরুক
মরা গাঙের দু'কূল ছেপে মিলন-সলিল ভরুক
জমাট বরফ ছুঁইনি যা কেউ
তোমার ঘায়ে উঠাও গো ঢেউ
বিষের বরফ আজকে প্রেমের সলিল হয়ে গলুক।

পতিত জমিন আগাছাতে যায় সময়ে ভরে
যোগ্য চাষি ফসল ফলায় সেই জমি চাষ করে
আমার পতিত হৃদয় কাঁদে
তোমার হাতের লাঙল সাধে
তোমার চাষে আজকে সেথায় সোনার ফসল ফলুক।