সে'দিন যদি না হয় বলা, আজকে বলে রাখি
আমার বুকের কোনখানে ঠিক তোমায় নিয়ে থাকি।


আকাশটাকে শুধাও যদি তার কতটা নীল
খুঁজতে হবে কোথায় কোথায় ব্যথার সাথে মিল
যতই তারার আলোক জ্বলুক
মেঘের ঘনঘটা চলুক
নীল সে বুকের কতটা আর সে সব রাখে ঢাকি'?


রবির দেওয়া উষ্ণতাতেই জমাট বরফ গলে  
পাহাড় থেকে সাগর পথে নদীর ধারা চলে
যতই তুমি শুধাও তারে
সে কি গো আর কইতে পারে
রবির দেয়া সে উষ্ণতা কোথায় রাখে জলে?


সাগরটাকে শুধাও যদি আর কত চায় জল
বুক ছাপানো কান্না নিয়ে ঢেউ করে টলমল
তার সে বুকের লোনা জলে
হাজার নদীর মিলন হলে
জনম জনম পিপাসা তার একটু কমে নাকি?