ফুলির মেয়ে তুলি কাঁদে, ইলিশ এবার চাই
পান্তা তো খাই নিত্যদিনই, ইলিশ কেন নাই?


ফুলি ভাবে, বাবুরা আজ পান্তা-ইলিশ খাবে
পান্তা কিছু নিয়ে তাদের দ্বারে দ্বারে যাবে -
বাটিভর্তি পান্তা বেচে এক টুকরো ইলিশ
পেলেই মেয়ের সখ মেটাবে, বাজারে যা বিষ।


ফুলির পান্তা দেখে সবাই নাক উঁচালো ছিঃ
বাসি ভাতের গন্ধ পান্তা আর খায় কেউ কী?
গরম ভাতে জল মিশিয়ে বোশেখ-পান্তা হয়
দুখীর খাবার ধনীর প্রথায় নতুন পরিচয়।


ফুলি শেষে কুড়িয়ে আনে ফেলা ইলিশ-কাঁটা
ভাবে এতেই তুলির হবে পান্তাতে হাত চাটা।
তুলির তখন পেটের ভেতর সাতটা চুলার খিদে
গোগ্রাসে তা গিলতে গিয়ে গলায় কাঁটা বিঁধে।


হাসপাতালে নিয়ে তার আর হয়নি অপারেশন
ইলিশ-কাঁটায় হারিয়ে গেছে ফুলির বুকের ধন।
পান্তা-ইলিশ খাবার লোভে বোশেখ আজও আসে
কাল-বোশেখে ফুলি আজও তুলির শোকে ভাসে।