কন্যা, তুমি থাকো উজান দেশে, আমি ভাটার টানে
তোমায় ডেকে সুর কাঁদে গো, আমার গাওয়া গানে।


রাতের পরে রাত চলে যায়, তোমায় স্বপ্নে দেখি
আসবে তুমি স্রোতে ভেসে, হৃদয় মাঝে লেখি
তোমার গায়ের গন্ধ যে পাই ভরা নদীর বানে।


তোমার দেশের মেঘ আসে গো আমার দেশে ভেসে
কন্যা, বর্ষা হয়ে ঝরে তারা আমায় ভালোবেসে।
ও কন্যা! আমার মনে এখন লাগে কেমন যেন ভয়
বাতাস যদি হঠাতই কাল উল্টো দিকে বয়
তোমার দেহের শীতল পরশ মেঘ যদি না আনে!


জানি, কন্যা জানি
তুমি আমি দুইজনে খাই একই নদীর পানি।
কন্যা, আমার প্রাণের মাঝে তবু লাগে এখন ভয়
কী হবে গো, এ নদীর স্রোত কাল যদি না বয়।
কেন কন্যা,
স্রোতের মত তোমার হৃদয় বয় না আমার পানে?