সমুদ্র সঙ্গমে আনন্দের অধিকার
যদি বিশুদ্ধ জলের একার,
তবে নদীর স্রোতে চলে কেন এতো আবর্জনা -
ঢেউয়ে কেন খড়কুটো হর্ষে দেয় লাফ?


হে বিশুদ্ধ জলের পিয়াসী সমুদ্র!
যদি না চাও তোমার আনন্দের ভাগ দিতে
নদীর দুপাশের খড়কুটোদের,
তবে দোহাই তোমার,
নদীকে বলো ওদেরকে না ভাসাতে স্রোতে।
তোমার অনাবিল সঙ্গমের আনন্দে
ওদের কি যায় আসে?


তুমি তো বলো না তা!
তবে কি তোমার আনন্দ সমান
সবার সাথেই সঙ্গমে?