'ভাত' কথাটা বুকটাকে নাড়া দেয়
গন্ধটা তার সুখটাকে চাড়া দেয়।
তার রঙে চোখ সদাই দীপ্তিময়
সম্মুখে পেলে পৃথিবী তৃপ্তিময়।

বাঙালী আমি, ভাতের গন্ধ গায়ে
ভাত দে গো মা! বলা হয় সব মায়ে।
মাছ-ডাল-দুধ যদি না-ই পারো দিতে
শুধু ভাত চাই শূন্য এই থালাটিতে।
চিনি নাকো দেশ, জানি নাকো স্বাধীনতা
বুঝি নাকো বাদ-তন্ত্র-মন্ত্র কথা।
শুধু চিনি আমি কোনটা ভাতের হাঁড়ি
যা ভরাতে আমি প্রতিদিন ঘর ছাড়ি।

হন্যে হয়ে ভাত খুঁজি রাতদিনে
এমন কি খুঁজি নর্দমা ডাস্টবিনে।
দেশ ছেড়ে তারে খুঁজি যে হাজার দেশে
ভাতের ভিখারি সেজে যে নানান বেশে।
ভাতের জন্যে পেটের বেটিরে বেচি
ভাতের জন্যে বেশ্যাও হয়ে গেছি।
ভাতের জন্যে আরো কত কী-না করি
ভাতের জন্যে যুগে যুগে বাঁচি-মরি।

যদি চাও করো এই পৃথিবীটা বিক্রি
জারি করো কাল আমার মৃত্যু-ডিক্রী
তবু যদি থাকে খোলা এই দুইহাত
ঊর্ধ্বে তুলে তা চেয়ে যাব দুটি ভাত।

ভাতের জন্যেই অমানুষের পায়ে পড়ি
ভাতের জন্যেই কুকুরের সাথে লড়ি।
সব নিতে পারো; যদি কেড়ে নাও ভাত
বিদ্রোহী হয়ে করব আমি তোমাকেই উৎখাত।