হে বন্ধুগন! এসেছিনু ক'দিনের ভ্রমণে
তোমাদের সঙ্গ ছাড়া, আর কিছু ছিল নাকো মনে।
প্রশ্ন তবু থাকে, বারবার কেন ফিরে আসি?
জানি না, পেয়েছো কী উত্তর? তোমাদের ভালোবাসি।
মায়ার টানে এই আসা, মায়া যায় বেড়ে
হাসি শেষে, বেদনার বিদায় তোমাদের ছেড়ে!


হে বিধাতা! আসিনি পৃথিবীতে পৃথিবীর মায়ায়
কেঁদেছিনু প্রতিবাদে, পাঠালে এ কোথায়?
পলে পলে পৃথিবীর ঔদার্যে মায়া গেছে বেড়ে
মোহনীয় রূপ তার নিলো শেষে এ হৃদয় কেড়ে,
সহনীয় বুকে তার, শুধু ভালোবাসা।

সফল-বিফল যাই হোক আমার এই আসা
বিদায়ের পূর্বে যেন পাই অধিকার
বেদনার অশ্রুতে শুধু বলিবার -
বড় ভালোবেসেছিলাম এই পৃথিবীকে
তোমার ভালোবাসায় সে, থাকে যেন টিকে।
আর যেন সুখে থাকে বুকে তার সমস্ত মানুষ
আমার ভ্রমণ শেষে আসে যেন সকলের সুখের প্রত্যুষ।