দোষটা আমার ছিল কি না সে সব কথা ভুলে
সামনে তোমার, লজ্জানত-নম্র আঁখি তুলে
বলেছিলাম, দুঃখ পেলে আমায় করো ক্ষমা,
অভিমানে হয়তো তোমার রাগটা আজও জমা।


আজও তুমি কওনা কথা বড়ই যে নিশ্চুপ
ঠিকই জানো ভেতর ভেতর পুড়ছি আমি ধূপ।
ক'টা দিন আর আছি বলো আলো রঙের খেলায়
ভাবছি তোমার ভুলটা যদি ভাঙে বিদায় বেলায় -
তখন তোমার দুখটা ভেবে বুকটা আমার কাঁদে
আমার ধূপের সুগন্ধ যে তোমার সুখই সাধে।


তাই ভাবি আজ, যেমন আছে তেমন নাহয় থাক
আমার ধূপের গন্ধে তোমার জীবন ভরে যাক।
ভুলটা যেন শেষবেলাতেও যায় না তোমার ভেঙে
নীরব ঘৃণায় তোমার বুকের সুখটুকু থাক রেঙে।


** ভুলবশতঃ কবিতাটি 'বেলা শেষের রঙ' কাব্যগ্রন্থেও অন্তর্ভুক্ত হয়েছে।