মুখটা খুললেই, মানুষটা চেনা যায়
বেহুদের বোধ নেই, হুঁশটা কেনা দায়।


হাতটা ধরলেই, তাপটা বোঝা যায়
মনটাকে বুঝতে, চাপটা খোঁজা চায়।


কানটা থাকলেই, কথা ঠিক শোনা যায়
তার মাঝে ঠিক কথা, আলো জ্বেলে গোনা চায়।


নাকটা থাকলেই, ফুসফুস নিঃশ্বাস পায়
চোখ বুঁজে চিনতে, গন্ধে বিশ্বাস চায়।


হৃদযন্ত্র চললেই, ধমনীতে রক্ত ধায়
ভালোবাসি বললে, যন্ত্র নয়, হৃদয় চায়।


যন্ত্রণার ব্যথাটা, ঔষধে কমে যায়
ভালোবাসার যন্ত্রণা, হৃদয়েই জমে যায়।