যদি চেতে চাও
ডাকবো না পিছু থেকে, অবাধ চলে যাও।


যে দখিনা বাতাস বয়ে যায় উত্তরে
বলো তারে দক্ষিণে ফিরাই কী করে?
তবু যদি চাও
এই বুক পেতে দেবো, অঙ্গীকার নাও।


নদীস্রোত বয়ে চলে সরলরেখা অথবা বৃত্তে
প্রতিটি জলকণা নাচে তার হরষিত চিত্তে।
যদি চাও, করি তারে বাধ্য
শুকনো হোক মরুর বুকে, মিলনের আগে তার আরাধ্য।


আমার বিপরীতে বয়ে যেতে যদি তুমি উন্মুখ
মেনে নেবো, হয়নি সমুদ্র আমার এই বুক।
নির্লিপ্ত দিয়ে দেবো মুক্তি
নেই রাগ, অভিমান কিংবা কটুক্তি।


যদি চেতে চাও
ডাকবো না পিছু থেকে,
আসমুদ্র এই বুক ভেঙে চলে যাও।