আমি মৃত্যুর সঙ্গে লড়াই করি
প্রতিদিন প্রতিনিয়ত
প্রতিক্ষণে অপেক্ষায়
একটু জেতার বাজি ধরি।
জানি হব আমি পরাজিত,
আসবে নিতে অনাহুত।
ফিরে পেতে প্রাণ
হয়েছি আগোয়ান,
লুটিয়ে দিয়েছে সে মোরে
সারাদেহ ধুলিধুসরিত।
বিজয়ী বেশে মৃত্যু এসে
করেছে মোরে চিহ্নিত।
এছাড়া বিকল্প আর কি বা হতো?
মানুষ যে মরণশীল,
মনে একথা যদি না থাকতো
অহঙ্কার আর পাপের পাঁকে
পদ্ম কি হতো প্রস্ফুটিত?
জানি পুষ্প আপনার জন্যে নয়
তার সৌন্দর্য্য আর বলিদানে
বিশ্ববরেণ্যর গলে সজ্জিত থেকে
কার না গর্বে বুক ফুলতো?
তবুও মৃত্যু এসে তাকে
একা অসহায় করতো।
এটাই জীবন,
যা ঘটে চলেছে অবিরত।।