প্রকৃতি, যাকে প্রতিদিন বাইরে দেখছ
সে কি সত্যই বাইরের,
না কি অনবরত খুঁজে চলা
পরীক্ষার প্রশ্নপত্র অন্তরের?
যদিও পাশ-ফেল ব্যবস্থা
ঠিক করে নিয়েছে যে যার নিজের,
কিন্তু প্রমোশন হবে কি হবে না
সে সিদ্ধান্ত একমাত্র ওপরের।
রঙীন বিচিত্র খেলনা পুতুল নিয়ে
শুরু হয়েছিল মেলা দূর প্রান্তরে
নানান কথা গল্প, সুখ বার্তা পড়েছিল ঝরে,
এখন অবেলায় একে একে চলে গেল দূরে সরে,
ভাঙল হাট, শেষ হল বেচা- কেনা জীবনের।
যদিও এ জীবন ফুলদানিতে একটি ফুল মাথা তুলে
সেদিন জানান দিয়েছিল অস্তিত্ব নিজের,
বৃহতের সংসারে ক্ষুদ্র এসে
প্রকৃতির বুকে মিলেমিশে
ভাসিয়ে দিয়েছিল উজান স্রোতে ভেলা,
সাঙ্গ করে খেলা, ভেঙে যায় মিলন মেলা,
উত্তরপত্র ফাঁকাই থেকে যায়- এক কঠিন প্রশ্নের,
এগিয়ে যায় সময়, সরে সরে যায় প্রকৃতি
শূন্য বুকে বেজে যায় ঘন্টা, পরীক্ষা শেষের।।