ঘুম হয়নি, একটু ঘুমের দরকার
বেশ তো, ঘুমিয়ে নাও এবার।
ভাবছো ঘুমের পোস্ট্ টা কীরকম হবে?
যেভাবে থাকলে একটু শান্তি ফিরে পাবে।
কত বৈচিত্র্যই না ধরা পড়ে,
মানুষের স্বভাবে হাব্-ভাবে।
সারাদিনের শেষে রাত্রি যখন আসে
পেতে দেয় বিছানা নিদ্রা আবেশে
কত স্বপ্ন জড়ো হয়
আজব দেশের গুজব কল্পনায়
ছেয়ে যায় মন দেহ নিথর সন্নিবেশে,
অনেকে আবার ভাতঘুম দিতে ভালোবাসে।
পেটে খিদে নিয়ে দু'বেলা
খেটে যায় যারা, পেয়েছে শুধু অবহেলা,
তবু যে ওরা অফিসে আদালতে
হই-চই করে, ফাটিয়ে দেয় গলা।
ঘুম আসে যার নিত্য বাহার
গদি চেয়ারে হেলান দিয়ে ঘুমায় কাজের বেলা
ঘুম নেই চোখে রাত্রি বুকে পাথর দিয়েছে চাপা
পরিশ্রমের সুফল কাগজে রাত্রে হবে যে ছাপা,
সি.এম, পি.এম, ডি.ও, জি.ও কাজে কেন হবে ফাঁপা!
খবর পড়ে আমজনতা করতালিতে কাঁপা,
তবুও খবর বাসি হয়ে যায়, যায় না সঠিক মাপা।
কাজ না করেও ঘুমের বেতন পান যদি তাঁরা মাসে
সত্যিই তো, না ঘুমিয়ে ওরা যে কেবল ফাঁসে!
বৃথা কর্ম বৃথা পরিশ্রম রোদ্দুরে জলাকাশে,
কাজে ফাঁকি দিয়ে ভাতঘুম নিয়ে
থাকতো যদি গৃহ সন্তানের পাশে
বড় বড় মাথা, ব্যাঙের ছাতা লুটতো অনায়াসে,
কর্মঘটের অধর্ম বিচারক
শান্তি পেতো কি বিনা কর্ম অবকাশে।।