আজ আমার সব কাজ শেষ হল
এবার শুধু নতুন করে খেলা,
ধুলার’ পরে পুরানো কাপড়খানি আছে পড়ে
তোমার সাথে হাত ধরে যাব বহুদূরে
অচেনা রাজপথে কত পরিচিত মানুষজনেরা
একসাথে ভিড় করে সদ্য ঝরে পড়া
শিশিরবিন্দুর দিকে আছে তাকিয়ে,
ভুল করে অন্য ভেবে করবে না তো অবহেলা?
আমি যে পথের মাটিতে গড়ে ওঠা এক মূর্তি
পথের’ পরে থাকি, কত শত পদচিহ্ন বুকে শুধু আঁকি।
তুমি থাকো রাজবাড়িতে, রাজার ছেলে
খেলার ছলে ডেকেছিলে, নিয়েছিলে বুকে তুলে
গভীর রাতের রাজশয্যায় একা আজ জেগেছিলে।
আমার নশ্বর দেহ পঞ্চভূতের সাথে করে খেলা
কাজ তার শেষ হয়ে গেছে, কেটে গেছে বেলা,
আমার দুচোখ বেয়ে স্বপ্ন আসে নেমে
দেখি সাদাকালো মিলে মিশে হয়ে গেছে একাকার
তুমি সেজেছ পথের মূর্তি, আমি ছেলে রাজার।
রাজপুত্র বেশে রাজার কোলে বসে দেখেছি রাজ্যশাসন
রাজা কেমনে দিলেন নির্দেশ, দণ্ড-পুরস্কার-নির্বাসন।
ঘুম আর ভাঙে না আমার রাজশয্যায় শুয়ে
পঞ্চভূতেরা লড়াই থামিয়ে গেছে আজ শুধু ক্ষয়ে।