শুভ হোক দিন
=============================কৃষ্ণা দাস
সে দিন আকাশ জুড়ে বড় চাঁদ উঠেছিল
পূর্ণিমায়,
বাতাস এসে লুটিয়ে পড়ছিল আগত সম্ভাবনার
প্রতিক্ষায় ।
বেদিটি ছেলেটি বানিয়েছিল সুনিপুণ ,
‘কি যে করি, কি যে করি’ করে দিল আলপনা ,
তার উপর বসাল দিঘির জল ভরা ঘট,
পরিশেষে গানের আবহে মন্ত্র উচ্চারণে বন্দনা ।
মেঘ কতদিন টলাবে সূর্যের প্রার্থণা ?
বৃষ্টি তাকে হতেই হল ।
সে এক প্রখর বর্ষণ,
সব ধুয়ে গেল অতীত ভবিষ্যত,
জয়ী হল ছেলেটির কাব্যিক দ্বৈরথ ।
ছেলেটির আব্দার ঘুম ভাঙ্গিয়ে রোজ পবিত্র দিনের সূচনা
করে যেন মেঘ অমলিন ।
ঝড়ো হাওয়ায় কাঁপতে কাঁপতে মেঘ গাইত রাগ ভৈরবী,
“হ্যালো, শুভ হোক দিন”।
শুভ হত ,শুভ, শুভ, শুভ,
শুভের উত্তাপে গলে যেতে যেতে
ছেলেটি মিশে যেত মেঘে ।
কত টা শুভ হলে সময় হার মানে কথার কাছে?
পথে ঘাটে, হসপিটালে, উকিল চত্বরে, স্টেশনে আবেগে ?
নাম দিল অগুন্তি,
দিঘি, দিঘি, মন, মন, কবিতা ,পয়মন্তি ।
গল্পটা এ পর্যন্ত ভালোই ছিল ।
তার পর?
তার পর সেদিনও মেঘ বলেছিল “হ্যালো শুভ হোক দিন”।
শুভ হলোনা সেদিন,
ডুবে গেল ছেলেটির সপ্তডিঙ্গা।
সেদিন থেকে মেঘ আর
পয়মন্তি রইলনা ।
নিশ্চুপ অপবাদে খুন হলো শপথ যত।
তবু আজও মেঘ ভোরের প্রতিক্ষায় রত,
মনে মনে ঘুম ভেঙ্গে চোখ মেলে  বলে ওঠে
“হ্যালো, শুভ হোক দিন”।
সেই থেকে মেঘ  কমলে কামিনীর
অন্তহীন তপস্যায় যোগিন,
উত্তাল সমুদ্রে সপ্ত ডিঙ্গা ভেসে উঠে
যদি কোন দিন ।