এক মুঠো বুনো আবেগ
======================কৃষ্ণা দাস
তার পর-
সে তখন বিস্ময় বালকের মতো
অপলকে চেয়ে আমার চোখে ।
আমি যতবার তার মনকে অন্য পথ দেখাই
‘ওই দেখুন ওই ফুলটা কী সুন্দর’!
সে তবু চেয়ে আমার চোখে ।
বললাম ‘চলুন তো ওই দিকটা দেখি’ ।
কিছু নুড়ি ঢালা পথ পেরিয়ে চলেছি,
পাশে তার না বলা কথার তীব্র উষ্ণতা
আমার পরিমণ্ডলে আর্দ্রতা বাড়াচ্ছে।
সে অবোধ শিশুর মত পাশে পাশে চলেছে;
হাতে তার একগুচ্ছ বুনো আবেগ মুঠো করা।
আমি ওই ফুলের বনে গিয়ে বসলাম,
যা ছিল গান, কবিতা জলস্রোতের মত
আপনি প্রবাহিত হল ।
তখনও সে আমার চোখে তাকিয়ে অপলকে।
‘কি শুধু দাঁড়িয়ে থাকবেন?বসুন’।
সে বসলো দূরত্ব রেখে,
হাতে তার একগুচ্ছ বুনো আবেগ তিরতির করে কাঁপছে ।
কিছু মেঘ উড়ে এল
কিছুটা স্বপ্নে মাখামাখি,
নীল আকাশে সাদা মেঘের ফুল,
আমি ভাল লাগায় বিবশ,
ফুলের বনে ঘাসের বিছানায়
মন ছুয়েছে আকাশ ।
কতক্ষণ কে জানে
হটাৎ ই মনে হল; সে কোথায়?
তাকাই,-
‘একি, আপনি এখনো একই রকম তাকিয়ে’!
মুখে তার কথা নেই,
বিস্ময় বালকের মত তাকিয়ে আমার চোখে ।
আমি বললাম ‘কী চাই?
কী চাই আপনার’?
তার ঠোঁট দুটো অল্প নড়ে উঠলো,
অস্ফুটে বলল  ‘আপনাকে’ ।
‘আমাকে’?হেসে উঠে বললাম  
‘কী করবেন আমাকে’?
সে নীরবে মাথাটি তার আমার কোলে রেখে দিল ;
যেন পাহাড় অতি সন্তর্পণে মাটির বুকে মিশে গেল,
হাতে তার এক গুচ্ছ বুনো আবেগ তখনও তির-তির করে কাঁপছে,
তখনও যে সে বিস্ময় বালক ।।