ছুটে এসে দাঁড়াই
============================কৃষ্ণা দাস
মাঝে মাঝে ইচ্ছা করে কেড়ে নিই তোমার উড়ন্ত গোধুলী ,
পরিবর্তে দিই জ্বলন্ত দ্বিপ্রহর ,
ঘন অন্ধকার দুশ্চিন্তার বেড়াজাল ভ্রূকূটিতে করি কুঁচি কুঁচি,
ভাসিয়ে দিই ইহকাল পরকাল বোতল বন্ধ করে প্রশান্ত মহাসাগরে ,
দাবানলের মত সর্বগ্রাসী আগুনে তোমাকে পোড়াই শুরু থেকে শেষ,
বন্য শাপদের  তীক্ষ্ণ করাল দৃষ্টিতে তোমাকে নীল করে দিই,
ছুটে এসে দাঁড়াই তোমার বুকের ওপরে এক হাত জিভ বের করে ।
কেন?
কারণ তুমি আমার দিন থেকে আলো, রাত থেকে ঘুম,
আগামী থেকে বাস্তবতা কেড়েছ,
তৃষ্ণার জলে অতৃপ্তি , খিদের অস্তিত্ব গায়েব করেছ ,
কারণ আমার আমিকে হত্যা করে তুমিময় করেছ ।
তাই স্ফূলিংগ হয়ে অনন্ত আকাশে হারিয়ে যাবার আগে
একবার ছুটে এসে দাঁড়াই তোমার বুকের ওপরে
এক হাত জিভ বের করে ।
===================================