আন্দোলন চলছে
======================কৃষ্ণা দাস
স্বাধীনতার ঝান্ডা হাতে
এসে দাঁড়াই রোদ্দুর ক্যানভাসে,
ধুলো ঝড়ে মেঘ ছিঁড়ে ছিঁড়ে
তছনছ হয়ে স্পর্ধিত সর্বনাশে ।
তবু হাল ছাড়িনি বন্ধু,-
শক্ত হাতে রোদ্দুর ভেঙ্গে ভেঙ্গে গড়েছি পাহাড় ।
একলা ভিজে ভিজে পূর্ণপাত্র ভরেছি লাগাতার ।
আজও ঘুমহীন সাগরের চিৎকারে
মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়,
অন্ধকার একা কঙ্কাল রাতে
বাদুর চিন্তারা ডানা ঝাপটায় ।
তবু ভোরের আলো মেখে বরণডালা সাজে,
শুরু হয় নতুন অধিবেশন ।
জীবন সে তো বেদুইনের তেজি ঘোড়ার
লাগাতার আন্দোলন ।
পার হয়ে গেছি অনেক গোবী, সাহারা,
পার হয়েছি আটাকামা,
প্রশান্ত মহাসাগর পার হতে হবে এবার
যতক্ষণ বাজে দামামা ।।
==============================