এক মুঠো রোদ্ ধরবে বলে মেয়েটা কুমেরুর রাত ভেঙে এসেছে নিরক্ষরেখায় ।
এখানে দাউ দাউ রোদ, পিঠ পোড়ে ঠোট পোড়ে ,মনও পুড়ে যায় ।
আচ্ছা ও কেন যে রোদ চায়? কেন পোড়ায় ডানা?
-ও মেয়ে তোর রোদ কি হবে?
-আমার বরফ ঘরে সব আছে সব ধবধবে, খাট বিছানা ড্রেসিং টেবল আলমারি সব,
নেই শুধু রোদ ,ওটাই চাই ,মাখবো ষোলআনা ।
না রোদেতে  স্বপ্ন ঘুমায়, স্বপ্ন ছাড়া জীবন শুকায়,
বীজের ভেতর প্রাণ আছে, প্রাণ খুলে তাই রোদে শুই।
-তবে কি তুই ফিরবি না আর সে ঘরে?
-আমার সর্বস্ব যে সেথায় পড়ে,
রোদ পেয়েছি রাখবো ধরে , বীজ বুনে তা গাছ হবে,
সবুজ পাতায় বাঁচার আশা, গাছের ভেতর পাখির বাসা, সকাল বিকাল গান হবে।
-আহা এমন করে রোদ মেখে মেয়ে, তাই কি সবুজ তুই?
-আমার স্বপ্নও চাই জীবনও চাই,  বরফ সাদায় রোদ মেশাই ,
আমি স্বপ্ন বুনি জীবন কাঁথায় ,  আমি একের ভেতর দুই ।
=================================