এস ঝরা কৃষ্ণচূড়ার গালচে বানাই,
তুমি বস ঐ প্রান্তে ,আমি এ পাশে, আঙ্গুলে আঙ্গুল রচুক পদাবলী ।
দিনান্তের ক্লেষক্লিষ্ট অঝোর দীর্ঘশ্বাস একে একে পূর্ণতা পাক নিটোল শ্বাসে ।
তার পর সূর্য হলে পার ষোলকলা চাঁদে হাসুক পশ্চিম আকাশ ,
দিগন্ত ডুবে গেলে গভীর কৌতুহলে, সেই অবকাশ-
তুমি গেয়ো বসন্ত গুলাল,আর আমি কবিতা গুলজার ।
দুচোখে এঁকে নিয়ে সোনালি মেঘ জুঁই, বেল অথবা রজনীগন্ধার আবেশে ফিস ফিস যখন আমাদের চর;
তখনই কোথা কোন বাঁশিওলার বাঁশির সুরে একটা দুটো করে আশাবরী ধুন
খুশিতে ফুটুক তারা হাসির আকর ।
আর অনাদি অতীত ভিড় ঠেলে ঠেলে আরো কম দূরত্ব রচুক স্বপ্নিল নীল;
চোখ ঠোঁট চিবুক কিম্বা চেতনায় লীন ,
এভাবেই ভাসি চল আত্মার আত্মণ, এস করি জীবন উদযাপন ।
=======================