এক এক দিন রাতে নিশি ডেকে যায়
এসে দাঁড়াই  আনমনে মাঠে, ভাবনায়
কাশ বন মাড়িয়ে এগোই, হাতে দু চারটি ফসল,
যে ফসল ফলে ছিল আজন্ম খরায়, ঢেলেছিলে জল।
আমি দু হাতে ফসল নিয়ে বিভোর মূর্ছনায়,
একা একা এসে দাঁড়াই,
আর কেঁদে চলি অঝোর ধারায় ।

এক এক দিন দুপুরে কাক ডাকে,আরো নির্জণ হয় পাড়া,
বদ্ধ চিন্তারা ছোরা হাতে , হিংস্র বিদ্রোহী নাড়াচাড়া,
বিশ্বাস ঘাতক যত বেদনা সময়, যত মিথ্যে ফুলের চারা
নিজ হাতে খুন করি তা।
আমি সেই রক্ত মাখা হাতে বিভোর মূর্ছনায়
একা একা উঠে দাঁড়াই ,
আর কেঁদে চলি অঝোর ধারায় ।।