আমার গাঙ ভাঙনের খেলা হল শুরু,
বিষণ্ন সুর হারিয়ে গিয়ে ঝংকারে মন উঠল মেতে,
আশ্বিনেতে কাশের বনে মেঘের গুরু গুরু,
আমার গাঙ ভাঙনের খেলা হল শুরু ।
  
আমার শ্রাবণ গেছে অঝোর ধারায় কেবল কেঁদে কেঁদে,
নদীর কুলে বাঁধতে চড়া একলা আমি আত্মহারা,
কখন দেখি সকল ফাঁকি, একলা শুধু পড়ে আছি, একলা অবসাদে।
আমার শ্রাবণ গেছে অঝোর ধারায় কেবল কেঁদে কেঁদে ।


আমার আসবে যখন পৌষ পাগল জুটিয়ে নিয়ে শীত,
শান্ত গাঙের উষ্ণতাতে পড়বে মাটি দিনে রাতে,
উত্তুরে মেঘ সন্ধ্যা সাঁঝে লুটিয়ে পড়ে পায়ের কাছে চাইবে ওম গীত ।
আমার আসবে যখন পৌষ পাগল জুটিয়ে নিয়ে শীত ।


আমার বসন্ত সে এক দস্যু দামাল অশান্তের এক শেষ,
নেশায় মেশায় শিমুল পলাশ, দমক জমক রঙে উছ্বাস,
গাঙের জলে জোয়ার তুলে ভুলিয়ে দেবে দুঃখ জ্বালা , থাকবেনা এক লেশ।
আমার বসন্ত সে এক দস্যু দামাল অশান্তের এক শেষ ।


আমার গ্রীষ্ম বড় নিঠুর সে জন , নিঃস্ব আমি তাপে,
জীবন খরায় ধুঁকবে আবার, শান্তিবিহীন পিয়াসে নাচার,
মৃত্যু এসে শাষিয়ে গেলে সংগ্রামী মন সংগ্রামেতে উঠবে আবার কেঁপে ।
আমার গ্রীষ্ম বড় নিঠুর সে  জন, নিঃস্ব আমি তাপে ।


আসবে যাবে বর্ষা -শীত, গ্রীষ্ম -শরৎ এমনই রীত,
গাঙের জলে ভাসিয়ে আশা দুলবে স্মৃতির ঝাপসা ভাষা, দুলবে সুখ দুখ ।
আমার এমনি বহে গাঙের জল অনন্তে  উন্মুখ ।।
==================================