কাঁহাতক আর সাদা ক্যানভাসে কল্পিত রঙ তুলির আঁচড়
কৃষ্ণচতুর্দশীর ঘন দীর্ঘশ্বাসে লেপটে ,
তার চেয়ে ডেকে নাও সদ্য ভাঙা শ্মশ্মান কলসে,
ডেকে নাও ঊষর ধান কাটা ফাটা মাঠের রিক্ততায়,
ধ্বংসের গানে মাতাল হাড়িয়া মাদল বাজাক,
না হয় হোক শুরু তছনছ ছিনতাই
দাবিহীন এ জন্মের দুঃখ সন্তাপ ,
যুদ্ধবাজ প্রতিশোধ মরবার আগে ফণা নাচাক একবার,
বিস্মৃতি এস , কাঁহাতক দেরি আর !
-----------------------------------