সম্পূর্ণ নয়
ওরা আংশিক ভাবে বেঁচে
মাটি জল আগুন বাতাসকে স্পর্শ করে
শব্দে আছে,
বর্ণে আছে,
গন্ধে আছে,
সর্বপরি আছে,
তবু আংশিক ভাবেই।
বিশ্বাস না হয় মাটিকে জিগ্যেস করো,
মাটি দেখাবে ওদের স্বপ্নের গোরস্থান
যেখানে আয়লায় আবাদি নুনকাটা,
শস্যহীন নীরবতা,
বাঘে মানুষে এক ঘাটে পান ।
জলকে জিগ্যেস করো,
জলও বলবে
ওরা হাঁটছে মাইলের পর মাইল,
সুপেয় জলের হয়রানি।
আগুনকে জিগ্যেস করো,
ও শোনাবে পুরুষহীন গ্রামে আগুনহীনতার কাহিনী ,
মা শিশুকে ফেলে পুরুষ ভিনরাজ্যে কাজের সন্ধানী,
আর বাতাস ?
সে তো হিসাব রাখছেই
কতটা ফুঁসছে ওরা, কতটা আগুন জ্বলছে পেটে,
কুমির সাপ বাঘ আর অভাব নিয়েই ঘর,
ওরা আংশিকভাবেই বেঁচে,
ওদের এই অস্তিত্ব বাঁচানোর লড়াই
চলছে, চলবে জারি,
ওরা যে দুর্জয়ী, ওরা যে বাঘিনী,
ওরা সোঁদরবনের সুন্দরী ।