উড়ন্ত সময়ের পথে চলতে চলতে
নিরব ভাবনার মেঘ সময় সময় জল ঝরিয়ে ভোর ডেকে আনে
ভিজে মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে নেচে উঠে অবাল্য স্মৃতি
এনে বসায় বুকের বসরাজি গোলাপের খেতে
আনমনে
একে একে শ্মশানযাত্রী সম্পর্ক হরিনাম গেয়ে এগিয়ে গিয়েছিল
যারা
তাদের ছড়ানো খইএ ক্ষমার আলোর যখন নড়াচড়া
ফুটে ওঠে মনে নতুন নতুন রক্ত গোলাপ
সুবাস ছড়িয়ে
বসরাজি গোলাপের মত
একে একে সেরে যায় পুরনো
বিষাক্ত যত ক্ষত
তখনই শ্বাস গ্রহণে বেঁচে থাকা
কত মধুর
কত কাব্য সংলাপ