একেক দিন, যেন বছর
মনে হয় তারও বেশি,
এখানে সময়ের হিসেব বাধে না।
একেক দিন
পড়ন্ত বিকেলের তীব্র মিনতি,
তবুও সূর্যকে ধরে রাখা যায় না।


একেক দিন
কালো গুমোট কয়েক যুগের রাত।
একেক দিন
কাল বৈশাখী ঝড়ের আর্তনাদ।
একেক দিন
বৃষ্টি,ঝড় তা থেকে বন্যা।
একেক দিন
আগ্নেয়গিরির মতো
জ্বলে ওঠে ক্ষোভ,
আবার হিমালয়ের কান্না।


একেক দিন যুবক,
আবার বৃদ্ধ।
একেক দিন কবিতা।


একেক দিন, প্রতিদিন!


একেক দিন
প্রিয় ফুলের ঝরে যাওয়া পাপড়ি।


একেক দিন
শৈশব বন্ধু-
দাম্ভিকতার সাথে-আমাকে ছেড়ে চলে যায়,


একেক দিন
জোনাকির সাথে লুকোচুরি খেলে-
পা হারা যুবক,


একেক দিন
অবাক হই-
আমার ভীষণ শত্রু!
অনাহারী শত্রু আসে-
আমার ঘরে খাবার খেতে!


একেক দিন
সময় লেখে-
লেখা ফিরে যায়।