প্রেমিক প্রেমী পরব পরে
প্রেমপত্র প্রেরণ করে
পক্ষে জবাব আসবে দৌড়ে
তাই অপেক্ষার মাত্রা চড়ে
বিপক্ষে এলে পরে, কী করবে এই জীবনটারে?

কোচকানো চুলগুলো তার, কি সুন্দর ভুরুর বাহার!
আল্পনাদেয় চোখের পাতা, রঙটা আবার রক্তমাখা !

লিখলে তারে, হৃদয়টারে দিয়েছি তোমার মনমাঝরে
তুমি ছাড়া এই শহরে, তাকাইনা আমি কারোরপরে
আমার মনের কল্পলোকে , থাকো তুমি সোনার রথে
যেথাই তোমার হাসির তরে, তৈরি করি সর্গটারে
তোমার তুচ্ছ ভ্রমন নেশায়, তৈরি করি পাতাল হেথায়
কিন্তু তোমার মনের খাতায়, আমার স্থানটা কতো পাতায়?
তোমার মনের গভীর জলে, কী পরিচয়ে এ জীব খেলে?
অপেক্ষার সর্বশেষে, সুন্দরতা রেখো চোখে
এবার চিঠির উত্তরেতে , দেখিতো সে কী লেখে?

১৪ই ফেব্রুয়ারী তে , অপেক্ষায় থাকে অনেকে
আমার মনের গভীর রাতে , চাই অনেকেই প্রদীপ জ্বালতে
এভাবে কি সঙ্গী হয়, দিলেনা বংশ পরিচয়
কি দিয়ে করবে জয়, আমার জানতে ইচ্ছা হয়?
যদি সেটা ফুল পাতা হয়, আমার আবার এলার্জীর ভয়
চকলেটের গন্ধের জেরে , যাইনা আমি দোকান ধারে
সঙ্গী সাথীরা আমার এংরেজি স্কুলে পরে
পার্কার এ না লিখলে পরে, তাকে সবাই ছোটো করে
পিসির বাড়ির পাশের ঘরের, ছেলেটা কলেজে পরে
যদিও টানাটানি করে, তবু হৃদয়টা যায় ভরে
তোমার ওই কল্পনা পরে, হাসি আমার এলো দৌড়ে
থাকতো ভূখা লোকের ভিড়ে, তাকিয়ে দ্যাখো ফুটপাথটারে
বাস্তবের জগতটারে , দেখেছোকী পরখ করে?