রাতের বেলায় রাত
বলিস আর দিনের বেলায়
দিন, সবার যখন একই আকাশ
ঐক্য কেন বিহীন
কীসের এতো জাত কূল আর
নাম ধামের বড়াই
করবী কী আর সামনে
আসলে দূ'গতুল্য চড়াই? ওহে ওভাগা নিজেকে
কেন আলাদা করিস স'ব
জেনে শুনে
গড়িস কেন বাধার
দেয়াল মোহের আবরণে,
ওরে জেনে রাখ মোহের লোভে একদিন তুই হবি
বড়ই ক্ষুদ্র
করীবেরে রাজ একদিন
যারা ছিল চাড়াল শুদ্র
ছিন্ন বস্ত্র এরা একদিন
ছিল তোরই অধীন ভেবে কী আর সেদিন তো
আজ হয়ে গেছে প্রাচীন
তবে কেন গড়িস রে তুই
সবার মাঝে ভীন্নতা
ভেঙে ফেল আজ তোর আর
আমার জাত কূলের চিহ্নটা
রাখিস না আর কারোর
সাথে বিরহের বিচ্ছেদ
মানুষে মানুষ হয়নারে
কভু ভীন্নতা
ভেদাভেদ।