তুমি গোলাপ, তুমি অতসী অপরাজিতা
তুমি কি যে নও কী জানি ওহে মধুমিতা।
তুমি কামিনী, তুমি গাঢ় অন্ধকার যামিনী
আরো আরো আছে;
রজনীগন্ধা গন্ধরাজ ভুলে যাই পাছে---
তুমি চাঁপা, তুমি চামেলী আর ওকি!
কী যেন কী যেন ধুতরা মল্লিকা কেতকী।
তুমি ছায়ানট, তুমি গৌরিকাও
আমি জানি না তুমি কী যে নও।
তুমি বনফুল---সব ফুল; আমার কল্পতরুর মূল।
তুমি নিশ্চয় তুমি নন্দিতা।
তুমি তুমি।