আমার কাঁদতে মন চায়
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে সাধ হয় ভারী,
মনের জোর হারিয়েছি যখন
চোখের জলে ভাসতে চাই।


বেদনার ঢেউ এসে আঘাত যখন
লাগালো বুকের মাঝখানে,
অসহায় প্রাণ আমার কান্না ছাড়া
আর কী বা জানে?


অতীত কলাপ আমার এখন বেদন
নিমিষে পুড়ে পুড়ে ক্ষয়,
বেদনার রঙে রঙিন শাড়ি
আমাতে জড়িয়ে রয়।


সুখের বেদনা, দুঃখের বেদনা---
বেদনার নানা রঙ তো নয়?
প্রানের গভীরে সুখেরও বেদনা
আমাতে কেন না সয়?


বেদনার রঙ্গপাড়ে দেখেছি সুখের জাল
সুখের বেদনা মোহ দিয়েছে আনি,
তপ্ত বেদনে সুপ্ত পাষণ্ড কাঁদে
বেদনার রঙ ঢেউ খেলেছে জানি।